মিডরেঞ্জের ফাইভজি চিপ আনছে কোয়ালকম

qualcomm-snapdragon-techshohor
কোয়ালকমের প্রসেসর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মিডরেঞ্জের ফাইভজি চিপ এনে অনেকটা বাজার এখন দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাংয়ের হাতে।

স্যামসাং তাদের এক্সোনস ৯০৮ এনে বাজারে আধিপত্য বিস্তার করেছে। তবে তাদের প্রতিদ্বন্দ্বী হতে এবার মিডরেঞ্জের নতুন ফাইভজি চিপসেট আনার কথা জানিয়েছে কোয়ালকম।

মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারার এই বাজারে স্ন্যাপড্রাগন ৬০০ এবং স্ন্যাপড্রাগন ৭০০ মডেলের দুটি চিপসেট আনবে। সামনের বছরের শুরুর দিকেই প্রতিষ্ঠানটি এই চিপসেটগুলো বাজারে ছাড়বে বলে জানিয়েছে।

Techshohor Youtube

চীনের সামাজিক মাধ্যম উইবোতে পোস্ট করা @ডিজিটাল চ্যাট স্টেশনের এক পোস্টে দেখা যাচ্ছে, কোয়ালকম এসএম৭২৫০ মডেলেটির দাম হতে পারে ৬০ থেকে ৭০ মার্কিন ডলার। দুটি চিপসেটই ডুয়েল মোডের হবে।

ইতোমধ্যে চিপসেটগুলো অপো, ভিভো এবং শাওমি ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে বলে বলা হয়েছে ওই পোস্টে।

চিপসেট সম্পর্কে বিস্তারিত এখনো কিছু না জানা গেলেও এটি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ/ অক্টো ১৪/ ২০১৯/ ২০০০

*

*

আরও পড়ুন