Techno Header Top and Before feature image

অনলাইন ফাইন্যান্স অলিম্পিয়াডে পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

olympiad-techshohor1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইন ফাইন্যান্স অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছেন ৬ শিক্ষার্থী।

শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে অলম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইডিএলসি ফাইন্যান্সের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনলাইনে অর্থনৈতিক কার্যক্রমে আরো বেশি অনুপ্রাণীত ও উদ্ধুদ্ধ করবে।

দ্বিতীয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে তিনজন করে পুরস্কার পায়।জুনিয়র গ্রুপে নটরডেম কলেজের মেহেদি হাসান আসিক প্রথম, আরিফুল হাসান দ্বিতীয় ও ইমতিয়াজ আহমেদ তৃতীয় স্থান লাভ করেন। সিনিয়র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরিফ মিয়া প্রথম, শহিদুল আলম দ্বিতীয় ও  প্রীতম আজরিন তৃতীয় স্থান লাভ করেন। গত ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াডের দ্বিতীয় সিজনের অনলাইন রাউন্ড শুরু হয়।

আইডিএলসির পক্ষ থেকে বিজয়ীদের ল্যাপটপ, মোবাইল ফোন, মেডেল ও সার্টিফিকেট দেয়া হয়।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান ও রবি’র চিফ কর্পোরেট অফিসার সাহেদ আলম অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন।

শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষে আইডিএলসি ও রবি টেন মিনিট স্কুল যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে।

*

*

আরও পড়ুন