Techno Header Top and Before feature image

আসছে উবার পেট ফিচার

pet-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পোষা প্রাণীকে নিয়ে উবারে উঠতে যাত্রীদের আর সমস্যায় পরতে হবে না।

আগামী ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে চালু হচ্ছে উবার পেট নামের একটি ফিচার।

বর্তমানে কেউ পেট (পোষা বিড়াল বা কুকুর) নিয়ে গাড়িতে উঠতে চাইলে ফোনে উবার চালককে বিষয়টি আগে ভাগেই জানাতে হয়। চালক রাজি হলে তবেই কেবল পেট নিয়ে গাড়িতে উঠতে পারেন যাত্রীরা। কোনো চালক রাজি না হলে যাত্রীদেরকে সমস্যায় পড়তে হয়।

এই পুরো প্রক্রিয়াটি সহজ করার জন্য অর্ডার স্ক্রিনে পেট অপশনটি যুক্ত করবে উবার। এতে করে চালক নিজেই বুঝতে পারবেন যাত্রীর সঙ্গে তার পোষা প্রাণীটিও ভ্রমণ সঙ্গী হবে।

উবার পেট সেবা নিলে যাত্রীদেরকে অতিরিক্ত তিন থেকে পাঁচ ডলার খরচ করতে হবে। প্রাণীদের নিয়ে গাড়ি চালাতে গেলে গাড়ি রক্ষণাবেক্ষণে সময় লাগবে। এরই ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হবে।

আগামী ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা বে, ফিনিক্স, অস্টিন, ডেনভার, ফিলাডেলফিয়া, ন্যাশভিল এবং মিনিয়াপোলিস-সেন্ট। পল এলাকায় সেবাটি পাওয়া যাবে।

অন্যান্য শহরে সেবাটি কবে চালু হবে তা জানা যায়নি।

স্ল্যাশগিয়ার অবলম্বনে এজেড/ অক্টোবর ১০/২০১৯/১৬৪০

*

*

আরও পড়ুন