Samsung IM Campaign_Oct’20

এ কেমন ফোন!

phones-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অদ্ভুত ডিজাইনের ফোন তৈরি করে আবারও আলোচনায় এসেছে অ্যান্ডি রুবিনের কোম্পানি এসেনশিয়াল প্রোডাক্ট।

এসেনশিয়াল ব্র্যান্ডের সর্বশেষ ফোন এসেছিল ২০১৮ সালে। তখন গুজব রটে, বিক্রি হয়ে যাচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট। এরপর থেকে কোম্পানিটি আলোচনার বাইরে ছিলো। এবার তারা ফিরছে অদ্ভুত ডিজাইনের ফোন নিয়ে। এই ডিজাইনের ফোন আগে কখনও দেখা যায়নি।

এসেনশিয়াল প্রোডাক্টস কোম্পানিটির সিইও পদে আছেন অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন। তিনিই টুইটারে এই ফোনের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, প্রচলিত ফোনের চেয়ে এর আকার বেশ লম্বা ও সরু। ছোটখাটো সরু আকারের ফোনটির বাটনগুলো আকারে বেশ বড়।

Essencial-phone-techshohor
ফোনটিতে থাকবে ভিন্ন ধরণের ইউজার ইন্টারফেইস। ছবি : দ্য ভার্জ

আরেকটি টুইটে এসেনশিয়াল জানায়, এখনও ফোনটি নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। ভবিষ্যতে ফোনটির আরও তথ্য প্রকাশ করা হবে। নিচে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় ‘প্রজেক্ট জেম’।

ফোনটির কোনো স্পেসিফিকেশন সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে ছবিতে দেখা গেছে, এতে একটি রিয়ার ক্যামেরা থাকবে।

এদিকে, এক্সডিএ ডেভেলপাররা একটি ফাঁস হওয়া কোডের সূত্র ধরে জানিয়েছেন, এতে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে।

আরও পড়ুন

এসেনশিয়াল ফোনের উৎপাদন বন্ধ

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ০৯/২০১৯/১১৩৫

*

*