![]() |
টেক শহর কনটেন্টট কাউন্সিলর : নতুন একটি ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান। ‘স্মোমনরু’ নামের ম্যালওয়ারটি দিনে ৪ হাজার ৭০০ কম্পিউটারকে আক্রান্ত করছে।
শুধু আগস্ট মাসেই ম্যালওয়্যারটি বিশ্বব্যাপী ৯০ হাজার কম্পিউটার আক্রান্ত করেছে।
ডেটা সেন্টার ও ক্লাউড সেবার সিরিউরিটি প্রদানকারী প্রতিষ্ঠান গার্দিকো জানায়, আক্রান্তের পর এটি আক্রান্ত কম্পিউটার থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট, তথ্য চুরি করে নেয়। এটি অনেকটা থ্রোজেন ম্যালওয়্যারের মডিউলের মতো করে কাজ করে।
এটি বেশ কয়েকটি উইন্ডোজ সিস্টেমে আক্রমণ করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চীন, তাইওয়ান, রাশিয়া, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের কম্পিউটার ব্যবহারকারীরা সর্বাধিক আক্রান্ত হয়েছে। তবে এর অর্থ এমন নয় যে, অন্যান্য দেশগুলি এর আওতার বাইরে রয়েছে।
স্মোমনরুর বড় একটা লক্ষ্যবস্তু ছিল ইতালি। সেখানকার বড় নেটওয়ার্ক তাদের লক্ষ্যবস্তু হবার পর সেখানে মাত্র ৬৫ কম্পিউটার আক্রান্তের শিকার হয়েছে।
ইএইচ/ অক্টো ০৭/ ২০১৯/ ২০৪৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি