Techno Header Top and Before feature image

ফোন হাতে নিলেই কমান্ড নেবে গুগল অ্যাসিস্ট্যান্ট

google-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার অভিনব পদ্ধতি যুক্ত হচ্ছে পিক্সেল ৪ সিরিজে।

পরবর্তী পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএলে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেত আর ‘হেই, গুগল’ বলার বা প্রেশার সেনসিটিভ এজে চাপ দেওয়ার প্রয়োজন নেই। স্মার্টফোন তুলে ধরে কথা বললেই সক্রিয় হয়ে যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘রাইজ টু টক’।

তবে ফোন তোলার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীকে কমান্ড দিতে হবে। ব্যবহারকারীর কণ্ঠ শুনেই শুধু চালু হবে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি সম্ভব হবে ভয়েস ম্যাচ প্রোসেসিংয়ের কারণে।

পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএলে ফিচারটির দেখা মিলবে। আগামী ১৫ অক্টোবর এক ইভেন্ট ফোন দুটি উন্মোচন করতে পারে গুগল। উন্মোচনের পরপরই এই ফিচার ব্যবহার করা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

এর আগে অ্যাপল ওয়াচেও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে সক্রিয় করতে ‘রাইজ টু স্পিক’ ফিচারের দেখা মিলেছে।

নাইন টু ফাইভ গুগল অবলম্বনে এজেড/ অক্টোবর ০৭/২০১৯/১৪২৭

*

*

আরও পড়ুন