Techno Header Top

দেশে ফ্ল্যাগশিপ ফোন আনলো ভিভো

Vivo-techshohor1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে ভি১৭ প্রো নিয়ে এসেছে  চীনা কোম্পানি ভিভো।

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভিভোর ভি সিরিজের সর্বশেষ ফোন ভি১৭প্রো’র উন্মোচন করা হয়। এ সময় সেখানে ছিলেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডিউক ও সেলস ডিরেক্টর মিস শ্যারন।

৬ দশমিক ৪৪ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১০৮০ বাই ২২৪০ পিক্সেল। এতে আছে ৩২ ও ৮ মেগাপিক্সেলের দুটি সেলফি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা সেটআপে আছে ৪৮, ১৩, ৮ ও ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা।

ভিভো ভি১৭ প্রোয়ের অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ফানটাচ ওএস ৯.১। ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের মোবাইলটি দুটি রঙে পাওয়া যাবে।

এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা।

এজেড/ অক্টোবর ০৫/২০১৯/১৮

*

*

আরও পড়ুন