Techno Header Top and Before feature image

অ্যাপলের লোগোই দেখাবে নোটিফিকেশন লাইট

light-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্র্যান্ডের লোগোকে নোটিফিকেশন লাইটে পরিণত করতে পেটেন্ট দাখিল করেছে অ্যাপল।

ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে আবেদনপত্রটি দাখিল করা হয় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। পেটেন্টটির শিরোনাম দেওয়া হয়, ইলেক্ট্রনিক ডিভাইসেস উইথ অ্যাডজাস্টেবল ডেকোরেশন। সম্প্রতি পেটেন্ট আবেদনটি শনাক্ত করে সংবাদ মাধ্যম অ্যাপল ইনসাইডার।

ইনকামিং কল ও এসএমএস আসলে, ক্যালেন্ডার অ্যালার্ট বেজে উঠলে কিংবা ক্যামেরা চালু করলে অ্যাপলের লোগোতে লাইট দেখা যাবে।

প্রযুক্তিটি বাস্তবায়নে ফোন কেইসের উপরের অংশে একটি আলাদা ট্রান্সপারেন্ট লেয়ার দেওয়া হবে। লেয়ারটি নিয়ন্ত্রণ করবে ফোনের অপারেটিং সিস্টেম। একেক ধরণের নোটিফিকেশনের জন্য একেক রঙের এলইডি লাইট এতে দেখা যাবে।

পেটেন্ট আবেদনপত্রে সেলুলার টেলিফোনের কথা উল্লেখ ছিলো। তাই ভবিষ্যতে ফিচারটি আইফোনে দেখা যাবে। এছাড়াও, ম্যাক কম্পিউটার ও আইপ্যাডে ফিচারটির দেখা মিলতে পারে।

লোগোতে নোটিফিকেশন লাইট দেখানোর প্রযুক্তিটি মোটেও নতুন নয়। এর আগে রেজার ফোন ২ ও মটোরলা ওয়ান জুম ফোনের লোগোতে নোটিফিকেশন লাইট দেখে গেছে।

আইফোন ব্যবহারে ফিচারটি বিশেষ কোনো পরিবর্তন আনবে না। তবে ফোন ভাইব্রেশনে বা সাইলেন্ট মোডে থাকলে ফোনের দিকে একার তাকালেই বোঝা যাবে কোনো কল বা এসএমএস এসেছিল কিনা।

গিজমোচায়না ও দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ৩০/২০১৯/১১৩০

আরও পড়ুন –

দামি যত গ্যাজেট

অ্যাপল যেন হিটলার!

*

*

আরও পড়ুন