![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠান গুগলের জন্ম হয়েছিল আজ থেকে ২১ বছর আগে।
২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া প্রতিষ্ঠানটি শুক্রবার একটি বিশেষ ডুডলে নিজেদের জন্মদিন উদযাপন করছে। ডুডলটি তৈরি করা হয়েছে সিআরটি মনিটরের কম্পিউটার দিয়ে। যেখানে উল্লেখ করা হয়েছে ২৭-০৯-৯৮ তারিখটি।
কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রকল্প হিসেবে শুরু করেছিল এই সার্চ ইঞ্জিন। তাদের ঘরে বসেই ব্যাকরাব নামে সার্চ ইঞ্জিন পোর্টাল তৈরি করেন তিনি। সেই ব্যাকরাবই কয়েক বছরের মধ্যে হয়ে উঠল গুগল।
ল্যারি ও সের্গেই বলেছিলেন, তাদের সিস্টেমের নাম ঠিক করেন গুগল। কারণ এর বানান খুব সহ, google। তাদের বিরাট সার্চ ইঞ্জিন তৈরির লক্ষ্যে সেটাই ফিট করছিল।
কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে গুগলের প্রসার। ২০০১ সালে তাদের প্রযুক্তির জন্য গুগল পেটেন্ট পায়। আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি পান ল্যারি। এরপরই এই কোম্পানি জনগণের কাছে পৌঁছে যায়।
এরপর একে একে গুগল তৈরি করে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ডক, ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এমনকি এখন গুগল স্মার্টফোনও এনেছে। পিক্সেল নামের স্মার্টফোনগুলো অনেকটাই জনপ্রিয়।
ইএইচ/ সেপ্টে ২৭/ ২০১৯/ ১৫৩৩
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি