Techno Header Top and Before feature image

১০০ কোটি ডিভাইসে চলবে উইন্ডোজ ১০

windos-10-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী বছরই অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর ব্যবহারকারী সংখ্যা দাঁড়াবে ১০০ কোটি।

বর্তমানে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলছে ৯০ কোটি ডিভাইস। এ বছরের শুরুতে এ সংখ্যা ছিলো ৮০ কোটি। মাত্র ছয় মাসের মধ্যে ১০ কোটি নতুন ব্যবহারকারী পায় মাইক্রোসফট। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২০ সালের প্রথম দিকেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারবে সফটজায়ান্টটি।

২০১৫ সালে উইন্ডোজ ১০ আনার পর থেকে গত ১২ মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উইন্ডোজ ১০ চালিত ডিভাইস ব্যবহার করা শুরু করেছেন। উইন্ডোজ ১০ চালিত ডিভাইসগুলোর মধ্যে আছে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, হলোলেন্স ও এক্সবক্স ওয়ান।

আগামী বছরের ৭ জানুয়ারি উইন্ডোজ ৭ এর জন্য সব রকম সাপোর্ট দেওয়া বন্ধ করবে মাইক্রোসফট। তাই অনেকই উইন্ডোজ ৭  থেকে সরাসরি উইন্ডোজ ১০ ব্যবহার করা শুরু করেছেন।

উইন্ডোজ ১০ উন্মোচনের পর মাইক্রোসফট ঘোষণা দেয়, মাত্র তিন বছরের মধ্যে ১০০ কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করবে। কিন্তু উইন্ডোজ ফোনের ব্যর্থতার কারণে সে লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি।

দ্য ভার্জ অবলম্বনে পিএন/ এজেড/ সেপ্টেম্বর ২৫/২০১৯/১৫৪০

*

*

আরও পড়ুন