![]() |
তুহিন মাহমুদ, টেক শহর স্টাফ কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর আইডিয়াপ্যাড জি৪০০ মডেলের ল্যাপটপ। যারা গ্রাফিক্সের টুকিটাকি কাজ করতে চান তাদের জন্য এন্ট্রি লেভেলের এই ল্যাপটপটি প্রথম পছন্দ হতে পারে। ল্যাপটপটি দেশের বাজারে ৪৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তাই কেনার আগে যাতে ল্যাপটপটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
কোর আই-৫ প্রসেসর
জি সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে রয়েছে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই-৫ প্রসেসর।
মেমরী
স্বাচ্ছদ্যে কাজ করার জন্য ল্যাপটপটিতে রয়েছে ২ জিবি র্যাম ও গান, মুভি, ফাইল সংরক্ষণের জন্য রয়েছে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক।
১৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে
ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির এলইডি ব্যাকলিট এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৩৬৬*৭৮৬ পিক্সেল।
অ্যাকুটাইপ কিবোর্ড
এর অ্যাকুটাইপ কিবোর্ড স্বাচ্ছন্দ্যে টাইপ করার সুবিধা দেয় ও ভুল কমায়।
১ জিবি গ্রাফিক্স কার্ড
থ্রিডি গেমিং পাওয়ার ও হাই কোয়ালিটি ছবি দেখার জন্য এতে রয়েছে ডেডিকেটেড ১ জিবি ডেডিকেটেড ভিডিও মেমোরীর এএমডি রেডিয়ন চিপসেটের গ্রাফিক্স।
ডুয়াল স্টেরিও স্পিকার
গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলার ক্ষেত্রে অসাধারণ শব্দের জন্য এতে রয়েূঠে ডলবি অ্যাডভ্যান্স অডিও সিস্টেমসহ ডুয়াল স্টেরিও স্পিকার।
ইউএসবি ৩.০
উচ্চগতিতে ডাটা ট্রান্সফারের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৩টি ইউএসবি ৩.০, যা আগের তুলনায় ১০ গুন গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে।
ইন্টিগ্রেটেড ওয়েবক্যাম
ওয়েব কনফারেন্স অথবা অনলাইন ভিডিও চ্যাটের সুবিধার জন্য এতে রয়েছে ১ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও মাইক্রোফোন।
নেটওয়ার্ক সিস্টেম
বিভিন্ন নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য রয়েছে ওয়াইফাই, গিগাবিট ল্যান, ব্লুটুথ ৪.০ সুবিধা।
এছাড়া যা রয়েছে
ল্যাপটপটিতে ডিভিডি রাইটার ছাড়াও রয়েছে মেমোরী কার্ড রিডার, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি। এক চার্জে সর্বোচ্চ ৫ ঘন্টা চলতে পারে ল্যাপটপটি, এজন্য রয়েছে ৬ সেলের ব্যাটারি।
– লেনোভো ওয়েবসাইট অবলম্বনে