![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগে প্লে স্টোর থেকে দুটি ক্যামেরা অ্যাপ ডিলিট করেছে গুগল। অ্যাপ দুটি হলো সান প্রো বিউটি ক্যামেরা ও ফানি সুইট বিউটি সেলফি ক্যামেরা।
একবার ইন্সটল করা হলে সান প্রো অ্যাপটি পুরো স্ক্রিনজুড়ে বিজ্ঞাপন প্রদর্শন করতো। অ্যাপটি চালু না করলেও বিজ্ঞাপন দেখতে হতো ব্যবহারকারীদের। বিজ্ঞাপনে ক্লিক করা মাত্র অর্থ চলে যেতো অ্যাপটির ডেভেলপারদের কাছে। প্লে স্টোর থেকে সরানোর আগে প্রায় ১০ লাখের বেশি বার অ্যাপটি ডাউনলোড করা হয়।
ফিল্টার করা ছবি ডাউনলোড করার পর বিজ্ঞাপন দেখানো শুরু করতো সুইট বিউটি ক্যামেরা অ্যাপটি। ৫ লাখের বেশি বার এটি ডাউনলোড করা হয়।
ইন্সটল করার পরই অ্যাপ দুটির আইকন উধাও হয়ে শর্টকাট তৈরি হতো। শর্টকাট ডিলিট করে দিলেও ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন দেখানো অব্যাহত রাখতো অ্যাপ দুটি।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি