নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

nasa-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৯ এ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারণ করা সময় অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এর আগে রেজিস্ট্রেশনের সুযোগ ছিলো ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

টানা ৫ম বারের মতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতার আসর বসবে।

Techshohor Youtube

ব্যবসা প্রতিষ্ঠান, ছাত্র, কোডার, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার ক্যাটাগরিগুলো হলো আর্থস ওশানস, আওয়ার মুন, প্লানেটস নেয়ার অ্যান্ড ফার, টু দ্য স্টারস এবং লিভিং ইন আওয়ার ওয়ার্ল্ড।

প্রজেক্ট হিসেবে জমা দেওয়া যাবে হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রটোটাইপ।

আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে এই ঠিকানায়

এজেড/সেপ্টেম্বর ২১/২০১৯/১৭৪২

*

*

আরও পড়ুন