![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ রোবট অলিম্পয়াড আয়োজন থেকে নির্বাচিত তিন ক্যটেগরির সব বিজয়ীদের নিয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প।
শুক্রবার সকালে শুরু হওয়া ক্যাম্পটি আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।
যেসব ক্যাটেগরির বিজয়ীরা অংশ নিচ্ছে তা হলো রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি।
ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের রোবট সম্পর্কে বিভিন্ন ধরনের তত্ত্বীয় ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে। এছাড়াও ক্যাম্পে রোবট নিয়ে নান ধরনের কাজও করবে শিক্ষার্থীরা।
সেখান থেকেই নির্বাচিতদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হবে।
এর আগে গত মাসে দেশে রোবট অলিম্পয়াড আয়োজন করেছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বাংলাদেশ রোবট অলিম্পয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন লাফিফা জামাল টেকশহরডটকমকে বলেন, আমরা আবাসিক ক্যাম্প থেকে যোগ্যদের নির্বাচন করে দল গঠন করবো। গতবছর আট সদসের দল অংশ নিয়েছিল অলিম্পিয়াডে। এবারও দক্ষতা ও যোগ্যতা অনুসারে শিক্ষার্থীদের বাছাই করা হবে।
এবারের ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ফিলিপাইনের ম্যানিলায়।
ইএইচ/ সেপ্টেম্বর ২০/২০১৯/ ১২৪০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি