Techno Header Top and Before feature image

আসুসের গ্রাফিক কার্ড কিনলে 'কল অফ ডিউটি' ফ্রি

Asus-techshohor1

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুসের যে কোনো আরটিএক্স গ্রাফিক কার্ডের সঙ্গে ফার্স্ট পারসন শুটিং গেইম কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেইমটি ফ্রি পাবেন।

অফারটি চলবে নভেম্বর ১৮ পর্যন্ত আসুসের আরটিএক্স গ্রাফিক্স কার্ড কিনলে নতুন এই গে‌ইম পাওয়া যাবে।

আসুসের আরটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ড কেনার পর গেইমটি আসুসের অফিসিয়াল ওয়েবসাইট হতে ১১ ডিসেম্বরের মধ্যে অথবা এনভিডিয়ার ওয়েবসাইট থেকে ডিসেম্বর ১৮  মধ্যে গেইমটির ডিজিটাল নম্বরটি নেওয়া যাবে।

অফারটির অন্তর্ভুক্ত গ্রাফিক্স কার্ডগুলো হলো জিফোর্স আরটিএক্স ২০৮০টি, আরটিএক্স ২০৮০ সুপার, আরটিএক্স ২০৮০, আরটিএক্স ২০৭০ সুপার, আরটিএক্স ২০৭০, আরটিএক্স ২০৬০ সুপার ও আরটিএক্স ২০৬০।

এজেড/ সেপ্টেম্বর ১৯/২০১৯/১৮১০

*

*

আরও পড়ুন