Techno Header Top and Before feature image

প্রি-অর্ডার শেষে হস্তান্তর চলছে প্রিমো এইচ৮ প্রোয়ের

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে প্রিমো এইচ৮ প্রোয়ের প্রি-অর্ডার নেওয়া শেষ করেছে ওয়ালটন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিপুল পরিমাণ ক্রেতা ওয়ালটনের ওয়েবসাইটে ফোনটি প্রি-অর্ডার করেন। প্রি-অর্ডার চলাকালীন ফোনটির দাম ছিলো ৭ হাজার ৪৯৯ টাকা।

প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান জানিয়েছেন, শীঘ্রই দেশের সব ওয়ালটন প্লাজা, ওয়ালটন মোবাইল ব্র্যান্ড এবং রিটেইল আউটলেট থেকে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন।

ফোনটিতে রয়েছে ৫.৭১ ইঞ্চির নচ ডিসপ্লে। যার রেজুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল।  অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর।

ডিভাইসটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ যুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপ দিতে রয়েছে ৩৫২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

গত মাস থেকে ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু করে ওয়ালটন।

এজেড/সেপ্টেম্বর ১৯/২০১৯/১৭১১

*

*

আরও পড়ুন