vivo Y16 Project

হুয়াওয়ের মেট ৩০ উন্মোচন সরাসরি দেখবেন যেভাবে

Huawei-UK-techshohor
ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বহুল আলোচিত আরও একটি ডিভাইস আনতে যাচ্ছে চীনা জায়ান্ট হুয়াওয়ে। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ইভেন্টটি। এবার হুয়াওয়ে তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানটি করছে জার্মানির মিউনিখে। 

সেখানে হুয়াওয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস মেট ৩০ সিরিজের ফোন উন্মোচন করবে। একই সঙ্গে আরও কিছু নতুন পণ্যের ঘোষণাও দেবে জায়ান্টটি। 

Techshohor Youtube

পণ্য উন্মোচন অনুষ্ঠানটি সরাসরি দেখাবে হুয়াওয়ে। এজন্য ইতোমধ্যেই তারা সরাসরি সম্প্রচার দেখার কিছু লিঙ্ক শেয়ার করেছে। 

যেকেউ মেট ৩০ সিরিজ উন্মোচন অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবের এই লিঙ্কে। অথবা কেউ যদি সরাসরি হুয়াওয়ের সাইটে গিয়েও দেখতে চান বে তাকে এই লিঙ্কে যেতে হবে। 

সেন্ট্রাল ইউরোপিয়ান সামার টাইমজোন বা সিইএসটি সময় অনুযায়ী ইভেন্টটি শুরু হবে দুপুর ২টায়। আর গ্রিনিচ মান টাইম অনুযায়ী এটি হবে দুপুর ১২টায়। সেই অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে হুয়াওয়ের ইভেন্ট। 

ইএইচ/ সেপ্টে ১৯/ ২০১৯/ ১৩৪২

*

*

আরও পড়ুন

vivo Y16 Project