![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান এইচপি উন্মোচন করেছে হালকা ওজনের শক্তিশালী ল্যাপটপ।
‘এলিট ড্রাগনফ্লাই’ নামের ল্যাপটপটিতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে। ওজনে ১ কেজিরও কম তাই এক হাতেই এটি বহন করা যাবে।
টু-ইন-ওয়ার ল্যাপটপটি চাইলে ৩৬০ ডিগ্রি বাঁকিয়ে ট্যাবলেট আকারেও ব্যবহার করা যাবে। এতে স্টাইলাইস ব্যবহারেরও সুযোগ রয়েছে। তবে তা আলাদাভাবে কিনতে হবে।
ল্যাপটপটিতে আছে অষ্টম জেনারেশনের কোর ইউ-সিরিজ ভিপ্রসেসর, ২ টেরাবাইটের স্টোরেজ ও ১৬ জিবি র্যাম। এতে আরও আছে ৭২০ পিক্সেলের ওয়েব ক্যাম। নিরপত্তা নিশ্চিতে এতে রয়েছে ফিজিকাল শাটার বাটন।
ল্যাপটপটি ব্যাকআপ দেবে সাড়ে ১৬ ঘণ্টা। তবে চাইলে সাড়ে ২৪ ঘণ্টাও ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে এই সংস্করণের ল্যাপটপটি কিনতে চাইলে বেশি টাকা খরচ করতে হবে। ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় সবগুলো মডেলই ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে।
এইচপির ড্রাগন ফ্লাই বাজারে আসবে নভেম্বরে। দাম শুরু হবে ১ হাজার ৫৪৯ ডলার থেকে (১ লাখ ৩০ হাজার টাকা)।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১৮/২০১৯/১৫৩৯
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি