এলজির নতুন ট্যাবে পুরাতন প্রসেসর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ট্যাবলেট কম্পিউটারের বাজার দিন দিন কমছেই। সেই বাজারে গুটিকয়েক প্রতিষ্ঠান নতুন করে ট্যাবলেট আনায় নজর দিচ্ছে।

বাজারে এলজি এখনো কিছু ট্যাবলেট বিক্রি করে। তবে নতুন করে প্রতিষ্ঠানটি একটি ট্যাবলেট আনছে বলে এক্সডিএ ডেভেলপাররা জানিয়েছেন।

তাদের দেওয়া তথ্য মতে, নতুন মডেলটি হবে এলজি জি প্যাড ৫। নতুন ট্যাব হলেও এতে ব্যবহার করা হচ্ছে তিন বছরের পুরাতন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮২১।

Techshohor Youtube

ট্যাবটি হবে ১০.১ ইঞ্চি ডিসপ্লের। ডিসপ্লে রেজুলেশন হবে ফুল এইচডি ১৯২০*১২০০ পিক্সেল।

গুগল দাবি করেছে, তারা সম্প্রতি ১৭ কোটি ৫০ লাখ ট্যাবলেটের জন্য অ্যান্ড্রয়েড সনদ দিয়েছে।

সংখ্যাটি অনেক বেশি এবং এটি ভালো ইঙ্গিত দেয় বলেও জানায় গুগল। তবে এসব ট্যাবের বেশিরভাগই কমদামী ও মাঝারি দামের। বেশি দামের কোন ট্যাবলেট এখন বাজারে খুব একটা নেই বলেও জানায় গুগল।

এলজির নতুন ট্যাবটির দামও খুব বেশি হবে না বলে জানা যাচ্ছে।

ইএইচ/ সেপ্টে ১৫/ ২০১৯/ ২০০০

*

*

আরও পড়ুন