![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মাটফোনের ক্যামেরা গত এক দশকে অনেক উন্নত হয়েছে। এখন ফ্ল্যাগশিপ ফোনে একাধিক ক্যামেরা থাকে, যা দিয়ে ডিএসএলআর ফোনের মতো ঝকঝকে ছবি তোলা যায়।
এর বাইরেও ছবির মান বাড়াতে ব্যবহার করা যায় বিভিন্ন এডিটিং অ্যাপ। তবে কেউ যদি স্মাটফোন দিয়ে পেশাদার ফটোগ্রাফারের মতো ছবি তুলতে চান তাহলে ব্যবহার করতে পারেন ফোন ট্রাইপড।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, ছবি তোলার ক্ষেত্রে ট্রাইপড কী ভূমিকা পালন করে।
লং এক্সপ্রোজার
রাতের বেলা লং এক্সপোজারে ছবি তুলতে গেলে ক্যামেরা স্থির করে রাখতে হয়। ক্যামেরা হাতে ধরলে তা একটু হলেও কাঁপবে। এই কাঁপাকাপি বন্ধ করে রাতের বেলা আলো-আঁধারিতে ছবি তুলতে কাজে লাগবে ট্রাইপড।
নাইট মোড
রাতের ছবিতে ব্লারিনেস বা নয়েজ বেশি দেখা যায়। এটা এড়াতে ট্রাইপডে স্মার্টফোন রেখে নাইট মোড ফিচারটি ব্যবহার করতে হবে। এতে ছবির মান ভালো হবে।
জুমিং
ছবি জুম করে তোলার জন্য অপো ১০ এক্স হাইব্রিড জুম প্রযুক্তি এনেছে। এতে জুম করে অনেক কিছুরই স্পষ্ট ছবি তোলা যায়। কিন্তু জুম করে ভিডিও ধারণের ক্ষেত্রে প্রয়োজন হবে ট্রাইপডের।
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/সেপ্টেম্বর ১৫/২০১৯