![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের সাবস্ক্রিপশন ফি হবে ৪ দশমিক ৯৯ ডলার (৪১৯ টাকা)।
আগে ধারণা করা হয়েছিল, সাবস্ক্রিপশন ফি হবে ৯ দশমিক ৯৯ ডলার।
অ্যাপল টিভি প্লাসে সাবস্ক্রাইব করে একই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরিবারের ৬ সদস্য প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্টগুলো দেখতে পারবেন।
যারা নতুন অ্যাপল ডিভাইস যেমন আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার ও অ্যাপল টিভি কিনবেন তারা এক বছর বিনামূল্যে অ্যাপল টিভি প্লাসের অনুষ্ঠানগুলো দেখতে পারেবন। এক বছর পার হয়ে গেলে তাদেরকে প্রতি মাসে ৪ দশমিক ৯৯ ডলার করে ফি দিতে হবে। প্ল্যাটফর্মটিতে ৭ দিন পর্যন্ত ফ্রি ট্রায়ালের সুবিধা নেওয়া যাবে।
আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের ১০০টি দেশে সেবাটি চালু করবে অ্যাপল। অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্টগুলো আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও ম্যাক ডিভাইসে দেখা যাবে। পরবর্তীতে অন্যান্য ব্র্যান্ড যেমন স্যামসাং, সনি ও এলজির স্মার্টটিভিতেও অনুষ্ঠানগুলো দেখা যাবে।
প্রথমে শুধু ৯ অরিজিনাল সিরিজ ও শো নিয়ে যাত্রা করবে অ্যাপল টিভি প্লাস। পরে এতে আরও ভিডিও কনটেন্ট যুক্ত করা হবে।
অ্যাপল টিভি প্লাস শোগুলি এই ওয়েবসাইট থেকে দেখা যাবে।
আরও পড়ুন
নভেম্বরে দেখা যাবে অ্যাপল টিভি প্লাস
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে পিএন/ এজেড/ সেপ্টেম্বর ১১/ ১৭২০