![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে তাদের পি৪০ ফ্ল্যাগশিপ ডিভাইস আনবে আগামী বছর। ফোনটি অ্যান্ড্রয়েডের পরিবর্তে হারমনি অপারেটিং সিস্টেম থাকবে।
হুয়াওয়ের কনজ্যুমার বিজনেসের প্রধান রিচার্ড উ এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
সোমবার চীনের একটি প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট গিজচায়না রিচার্ড উ’কে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সিদ্ধান্ত না বদলায় তাহলে হুয়াওয়ে নিজস্ব ওএসে স্মার্টফোন বাজারে ছাড়বে।
উ নিশ্চিত করেছেন, ইতোমধ্যে হারমনি অপারেটিং সিস্টেম স্মার্টফোনে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এখনো প্রতিষ্ঠানটি অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর।
হুয়াওয়ের তৈরি কিরিন প্রসেসরটি ধীরে ধীরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য সম্মত হয়েছে। বিশেষ করে ইন্টারনেট অব থিংকস ডিভাইস আনার জন্য কিরিন প্রসেসর বিক্রি করবে হুয়াওয়ে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি সবচেয়ে শক্তিশালী ফাইভজি স্মার্টফোন প্রসেসর এনেছে বলে দাবি করেছে। প্রসেসরটি কিরিন ৯৯০। এটি ফাইভজি স্মার্টফোনে ব্যবহার হবে।
ইএইচ/ সেপ্টে ১০/ ২০১৯/ ২০০০
আরও পড়ুন –
গুগলকে ছাড়াই ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা হুয়াওয়ের!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি