![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল প্লে স্টোরের ২৪ অ্যাপে জোকার নামের একটি ম্যালওয়ার প্রবেশ করানো হয়েছে।
প্লে স্টোর থেকে অ্যাপগুলো সরিয়ে ফেলার আগে সেগুলো ডাউনলোড করা হয় ৪ লাখ ৭২ হাজার বার।
গত সপ্তাহে সিআইএস গবেষণা ফার্মের নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্সেজ কাপরিনস ম্যালওয়্যারটি সনাক্ত করেন।
জোকার দ্বিতীয় ধাপের উপাদান হলো ওদালভিক এক্সিকিউটেবল ফাইল। এটি ব্যবহারকারীর এসএমএস, কন্ট্যাক্ট লিস্ট ও ফোনের তথ্য হাতিয়ে নেয়। এছাড়াও, এটি চুপি চুপি বিজ্ঞাপন দেখানো ওয়েবসাইটগুলোতে ঢুকে ভুয়া ক্লিকের সংখ্যা বাড়ায়। ব্যবহারকারীর অজান্তেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিসে সাইন আপ করে পরতর্তীতে সাবস্ক্রিপশন ফি দাবি করে।
যে ২৪ অ্যাপে এই ম্যালওয়্যারটি রয়েছে সেগুলো হলো বিচ ক্যামেরা, মিনি ক্যামেরা, সার্টেন ওয়ালপেপার, রেডওয়ার্ড ক্লিন, এজ ফেইস, অল্টার ম্যাসেজ, সবি ক্যামেরা, ডিক্লেয়ার ম্যাসেজ, ডিসপ্লে ক্যামেরা, র্যাপিড ফেইস স্ক্যানার, লিফ ফেইস স্ক্যানার, ব্রড পিকচার এডিটিং, কিউট ক্যামেরা, ড্যাজল ওয়ালপেপার, স্পার্ক ওয়ালপেপার, ক্লাইমেট এসএমএস, গ্রেট ভিপিএন, হিউমার ক্যামেরা, প্রিন্ট প্ল্যান স্ক্যান, অ্যাডভোকেট ওয়ালপেপার, রুডি এসএমএস মড, ইগনাইট ক্লিন, অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক ও কোলাট ফেইস স্ক্যানার।
জোকার ম্যালওয়্যারটি ছাড়া হয়েছে ৩৭ দেশকে লক্ষ্য করে। এসব দেশের মধ্যে রয়েছে চীন, জার্মানি, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
ম্যাশেবল অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ১০/২০১৯/১৪৫০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি