![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব।
জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে একটি দল গঠন করা হবে। এরপর তারা অংশ নেবে ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উদ্বোধনের পর শনিবার শেষ হয় আয়োজনটি। এতে দেশের ২১ জেলার ১৩৬ শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১৮ বছর বয়সী ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
জুনিয়র ও চ্যালেঞ্জ নামের দুই গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক কুইজ নামের চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর ৬টি বিভাগের ২৫টি জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাক্টিভেশনের মাধ্যমে ৪ হাজারের অধিক শিক্ষার্থীকে রোবট অলিম্পিয়াড সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়েছে। জাতীয় পর্বের আগে মোট ১০টি রোবটিক্স কর্মশালা নেয়া হয়।
এ বছর জাতীয় পর্বে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে ৭৫ দলে মোট ১৮৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া রোবট ইন মুভি ক্যাটাগরিতে ৩৬ দলে ৬৬ শিক্ষার্থী, রোবটিক্স কুইজে ২০৭ শিক্ষার্থী এবং রোবট গ্যাদারিংয়ে ৬৫ শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
২য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেল বিজয়ীরা হলো, রোবটিক্স কুইজে (জুনিয়র) উদয়ন স্কুল, বরিশালের শাদীদ উর রহমান, রোবটিক্স কুইজে (চ্যালেঞ্জ) নটরডেম কলেজের শিহাব সারার আহমেদ, রোবট গ্যাদারিং (চ্যালেঞ্জ) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মো. ওমর করিম।
রোবট ইন মুভিতে (জুনিয়র) চিটাগাং গ্রামার স্কুল, ঢাকার আহময় যাহিন ইকবাল ও বীরশ্রেষ্ঠ স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মুস্তাবি মাকসুদ রাহমানের দল, রোবট ইন মুভি (চ্যালেঞ্জ) এ চিটাগাং গ্রামার স্কুল, ঢাকার কাজী মুস্তাহিদ লাবিব এবং সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমানের দল, ক্রিয়েটিভ ক্যাটাগরিতে (জুনিয়র) আগাখান স্কুলের যাহরা মাহযাবিন পূর্বালী ও যাইরা মুসারাত পারিজাত এবং স্কলাস্টিকা স্কুলের সাইয়েদা লাবিবা আযীনের দল।
এছাড়াও ক্রিয়েটিভ ক্যাটাগরিতে (চ্যালেঞ্জ) চিটাগাং গ্রামার স্কুল, ঢাকার কাজী মুস্তাহিদ লাবিব, সানবিমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান এবং ঢাকা কলেজের সানি জুবায়েরের দল।
সমাপনী ও উদ্বোধনীতে উপস্থিত বাংলাদেশ রোবট অলিম্পয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি লাফিফা জামাল, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকেই।
অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ইএইচ/ সেপ্টে ০৮/ ২০১৯/ ২০৪০