Techno Header Top and Before feature image

মিডরেঞ্জের ২ ফোন আনলো নকিয়া

nokia-7.2-techshhohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জার্মানিতে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বড় প্রযুক্তি পণ্য প্রদর্শনীর ইভেন্ট আইএফএ।

এই ইভেন্টে একসঙ্গে দুটি নকিয়া ফোন উন্মোচন করেছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। মিডরেঞ্জের ফোন দুটি হলো নকিয়া ৭.২ ও নকিয়া ৬.২।

নকিয়া ৭.২

৬ দশমিক ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লের ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পেছনে আছে ৪৮, ৫ ও ৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই। ব্যাটারির শক্তি হবে ৩৫০০ এমএএইচ।

চলতি মাসের শেষে ফোনটি বাজারে আসবে। দাম শুরু হবে ৩০০ ইউরো (২৮ হাজার ২০০ টাকা) থেকে। ফোনটি সায়ান গ্রিন, চারকল ও আইস রঙে পাওয়া যাবে।

Nokia-6.2.techshohor
নকিয়া ৬.২। ছবি : ইন্টারনেট

নকিয়া ৬.২

এই ফোনেও আছে ৬ দশমিক ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে আছে ১৬, ৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৬৩৬। এতেও রয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ৯ পাই।

ফোনটি ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।

নকিয়া ৬.২ পাওয়া যাবে অক্টোবরে। দাম শুরু হবে ২৫০ ইউরো (২৩ হাজার ৫শ’ টাকা) থেকে। ফোনটি বাজারে আসবে সিরামিক ব্ল্যাক ও আইস রঙে।

ইউবারগিজমো ও গ্যাজেট ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/সেপ্টেম্বর ৭/২০১৯/১১৩০

আরও পড়ুন –

সফটওয়্যার আপডেটে শীর্ষে নকিয়া, দ্বিতীয় স্যামসাং

নকিয়ার সব ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড ১০ আপডেট

*

*

আরও পড়ুন