![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্ল্যাগশিপ বা হাই এন্ড ফোনের জন্য একেবারে শক্তিশালী একটি চিপসেট আনলো চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
বার্লিনে শুরু কনজুমার ইলেক্ট্রনিক্স মেলায় শুক্রবার এক সংবাদ সম্মেলন করে চিপসেটটির ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
প্রতিষ্ঠানটির দাবি, কিরিন ৯৯০ চিপসেটটি অ্যাপলের এ১৩ চিপের চেয়ে বেশি শক্তিশালী। মূলত এটি ফাইভজি ফোনের জন্য আনা হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের মেট ৩০ সিরিজের ফোন আনার কথাও জানায় সম্মেলনে। সেটাতে গুগলের অ্যান্ড্রয়েড থাকছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড উ বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইভজি সিস্টেম রয়েছে এই চিপে। এটি ফাইভজি মডেম হিসেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। চিপটি তৈরি করা হয়েছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে।
অনুষ্ঠান থেকে হুয়াওয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মিউনিখে তাদের মেট ৩০ সিরিজ উন্মোচনের কথা জানায়।
কিরিন ৯৯০ চিপসেটটি প্রতি সেকেন্ডে ২.৩ গিগাবাইট ডাউনলিংক স্পিড দিতে সক্ষম।
ইএইচ/ সেপ্টে ০৬/ ২০১৯/ ১৯২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি