Techno Header Top and Before feature image

ট্রুকলারে প্রতিদিন ১৫ কোটি মানুষ

truecaller-new-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বজুড়ে ট্রুকলার অ্যাপটি এখন প্রতিদিন ব্যবহার করছেন ১৫ কোটি মানুষ।

প্রতিষ্ঠানটির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা অ্যালান মেমেডি জানিয়েছেন, এটা অসাধারণ এক অর্জন। ব্যবহারকারীদের আস্থা ও বিশ্বাস অর্জনের কারণেই এটি সম্ভব হয়েছে।

এই সাফল্যে ট্রুকলার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ান স্টপ কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে তাদের এটা গুরুত্বপূর্ণ অর্জন। তাদের অ্যাপে ইনস্ট্যান্ট ম্যাসেজিং, ভিওআইপি ও পেইমেন্টের মতো সেবা একত্রে পাওয়া যায়।

তারা আরও জানিয়েছে, ভবিষ্যতে অ্যাপটিতে কল অ্যালার্ট ও ফুল স্ক্রিন কলার আইডি দেখানোর ফিচার আনা হবে। ফুল স্ক্রিনে কলার আইডি দেখলে সহজেই বোঝা যাবে কে ফোন করেছে। কল অ্যাল্যার্ট ফিচারটির মাধ্যমে রিং বেজে ওঠার আগেই যে ব্যক্তি কল করছেন তার নাম ভেসে উঠবে।

ইতোমধ্যে অ্যাপটি ৫০ কোটি ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে। এছাড়াও, অ্যাপটির প্রিমিয়াম সাস্ক্রাইবার (পেইড সিস্টেম) সংখ্যা গত আগস্টে ১০ লাখ পেরিয়েছে।

ট্রুকলার অ্যাপটির উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী ভারতের। দেশটিতে প্রতিষ্ঠানটির তিনটি অফিস রয়েছে। ট্রুকলারের অর্ধেক কর্মীই ভারতীয়।

গ্যাজেটস নাউ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ৫/২০১৯/১৩২৬

*

*

আরও পড়ুন