রোবট নিয়ে কাজ করলো গ্রামের স্কুল শিক্ষার্থীরা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্কুলের শিক্ষার্থীরা প্রথম রোবট সম্পর্কে ধারণা পেয়েছে। প্রথমবার রোবটিক্সের ছোয়াতেই তারা শেষ করে লাইন ফলোয়ার রোবটের কোডিং।

এছাড়াও ছিল আরডুইনো সম্পর্কে প্রাথমিক কিছু পর্ব। শিক্ষার্থীরা লাইন ফলোয়ার রোবটের কোডিং শেষ করে রোবটগুলোকে রোবট ট্র্যাকে চালিয়ে দেখিয়েছে। সবশেষে ছিল আন্তঃস্কুল কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতার অ্যাক্টিভেশন এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর কিছু প্রাথমিক সেশন।

গতকাল সোমবার পাবনার ভাঙ্গুড়ার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে ছয় দিনব্যাপী টেকনোলজি সপ্তাহ। সেখানেই স্কুল অব রোবটিক্সের আওতায় এসব প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের। 

Techshohor Youtube

আগামী ৬-৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিতব্য ২য় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। এছাড়া এ স্কুলের একটা টিম আগামীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তঃস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে। 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন ) এ বছরের শুরুতে  ‘অবাক কুতূহলে’  নামে একটি প্রোগ্রাম শুরু করে। যেখানে প্রত্যন্ত গ্রামের হাইস্কুলে পড়ুয়া কিছু মেয়ে জীবনে প্রথমবারের মত দুই দিনের জন্য ঢাকায় আসে। এই দুই দিনে তারা ঢাকার বিভিন্ন স্থাপনা ও টেকনোলজি অফিসে ঘুরে বেড়ায়।

এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, ডিবিসি টেলিভিশন, নাগরিক টেলিভিশন এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস, কাজী আইটি, গ্রামীণফোন, জুমশেপার ইত্যাদি।

এ প্রোগ্রামের মূল লক্ষ্য ছিলো প্রত্যন্ত গ্রামের মেয়েদের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির নানা সম্ভাবনার দ্বার উন্মোচন করা। অবাক কুতূহলের প্রথম পর্বে পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয় এবং স্কুলের ছাত্রীরা বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন উৎসাহ নিয়ে গ্রামে ফিরে যায়।

বিডিওএসএনের সভাপতি জাফর ইকবালও উপস্থিত হয়েছিলেন তাদের উৎসাহ দিতে। পরবর্তীতে এ স্কুলেরই একটা টিম গত এপ্রিলে অনুষ্ঠিত শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহন করে পোস্টার ক্যাটাগরিতে বিজয়ী হয়।

এ স্কুলের ছাত্রীদেরকে বিজ্ঞান বিষয়ে আরও উৎসাহিত করতে বিডিওএসএন এই টেকনোলজি সপ্তাহের আয়োজন করে।

ইএইচ/ সেপ্টে ০৩/ ২০১৯/ ১৯৫০  

আরও পড়ুন – 

চতুর্থ শিল্প বিপ্লবে ভূমিকা রাখবে রোবটিক্স, মেকাট্রনিক্স

রোবট অলিম্পিয়াডে স্বর্ণজয়ীদের হাতে উপহারের ল্যাপটপ

*

*

আরও পড়ুন