![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাবা হওয়ার খবর জানালেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
রোববার দুটুর দুইটা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে রুবেল হোসেন খবরটি জানান।
তিনি তার পোস্টে সদ্যজাত ছেলে ও ছেলের মায়ের ছবি দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।
পোস্টে ১০ হাজারের বেশি মন্তব্য করেছেন রুবেল হোসেনের অনুসারীরা। এছাড়াও পোস্টটিতে ৯১ হাজারের বেশি ফেইসবুক ব্যবহারকারী লাইক, লাভসহ অন্যান্য ইমোযুক্ত প্রতিক্রিয়া দিয়েছেন। আর শেয়ার করেছেন ১৪০০ ব্যবহারকারী।
পোস্টটিতে বেশিরভাগ অনুসারীই মন্তব্য করে শুভকামনা, সদ্যোজাত সন্তানের জন্য দোয়া জানিয়েছেন।
রুবেল হোসেন অবশ্য ফেইসবুকের পাশাপাশি পোস্টটি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। সেখানেও অনেক শুভাকাঙ্খী তার সন্তানের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
ইএইচ/ সেপ্টে ০১/ ২০১৯/ ১৭৫০