Techno Header Top and Before feature image

বিল গেটসকে নিয়ে সিরিজ আসছে নেটফ্লিক্সে

Cover-story-BIll-Gates-techshohor
জলবিদ্যুৎ প্রযুক্তি সমর্থন করেন বিল গেটস। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্য  সিরিজ। 

তিন পর্বের ডকুমেন্টারিটির নাম ‘ইনসাইড বিল’স ব্রেইন : ডিকোডিং বিল গেটস’। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে এটি দেখা যাবে। 

নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজটিতে বিশ্বের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর সমাধান দিয়েছেন তিনি। কিভাবে তীব্র উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সিলিকন ভ্যালির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হলেন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে কী কী ত্যাগ স্বীকার করেছেন তা এখানে দেখানো হবে। এছাড়াও, তার দাতব্য কাজের ব্যাপারে সিরিজটিতে নানা তথ্য থাকবে। 

সম্প্রতি সিরিজটির ট্রেইলার বের হয়েছে। ট্রেইলারে, নিজের সবচেয়ে বড় ভয় নিয়ে কথা বলতে দেখা গেছে বিল গেটসকে। জানিয়েছেন, ব্রেইন এক সময় কাজ করা বন্ধ করে দেবে এই কথা চিন্তা করলে তিনি ভয় পান। ব্রেইন কাজ করা বন্ধ করুক তা তিনি কখনও চান না।

তার স্ত্রী মেলিন্ডা গেটসের মতে, বিল গেটসের ব্রেইন কাজ করে মাল্টিপ্রসেসরের মতো। বই পড়ার সময়ও অন্য কিছু চিন্তা করতে পারেন।

জটিল জিনিস বোঝার আকাঙ্খা আছে তার মধ্যে। নিজের মনে মনেই তিনি ফ্রেমওয়ার্ক তৈরি করে নেন। এরপরে সব তথ্য তিনি সাজাতে থাকেন। যদি কোনো কিছু মেলাতে না পারেন তবে হতাশ হয়ে যান।

সিএনবিসি অবলম্বনে এজেড/সেপ্টেম্বর ১/২০১৯/১১৪০

আরও পড়ুন – 

বিল গেটস সম্পর্কে জানা-অজানা ১১ তথ্য

*

*

আরও পড়ুন