![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইটারের সিইও জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা শুক্রবার বিকালে প্রায় ৩০ মিনিট অ্যাকাউন্টটি নিজেদের দখলে রাখে।
টুইটারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হ্যাকাররা নিজেদেরকে চাকলিং স্কোয়াডের সদস্য বলে দাবি করেছে। হ্যাকাররা তার @ডরসি অ্যাকাউন্টটি থেকে বর্ণবিদ্বেষমূলক অশ্রাব্য গালিগালাজ পোস্ট করেছে। এছাড়াও, অন্যান্য টুইটে তারা অ্যাডলফ হিটলারের প্রশংসা করে এবং টুইটারের হেডকোয়াটারে বোমা মারার হুমকি দেয়। তবে টুইটারের মুখপাত্র জানিয়েছেন, এই হুমকির কোনো ভিত্তি নেই।
টুইটে ডিসকোর্ড সার্ভার নামের একটি ইন্টারনেট চ্যাটরুমেরও লিঙ্ক শেয়ার করে হ্যাকাররা। কোন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তা গর্ব করে বলা হয় এই চ্যাট রুমে। শুক্রবার রাতে টুইটার জানায়, জ্যাক ডরসি যে মোবাইল ফোন অপারেটরের গ্রাহক তাদের ভুলে হ্যাকের ঘটনা ঘটেছে। জ্যাকের যে ফোন নম্বর টুইটার অ্যাকাউন্টটির সঙ্গে সংযুক্ত তাতে করাসাজি করে টেক্সট ম্যাসেজ থেকে একটার পর একটা টুইট পোস্ট করা হয়। মোবাইল অপারেটরের নিরাপত্তা ত্রুটির কারণে এমনটা ঘটেছে।
পরিকল্পিতভাবে টুইটার অ্যাকাউন্ট দখলে নিয়ে টুইটগুলো পোস্ট করা হয়নি।
দ্য গার্ডিয়ান অবলম্বনে এজেড/আগস্ট ৩১/২০১৯/১১২১
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি