সফটওয়্যার আপডেটে শীর্ষে নকিয়া, দ্বিতীয় স্যামসাং

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সফটওয়্যার আপডেট খুব গুরুত্বপূর্ণ। সব স্মার্টফোন প্রতিষ্ঠান বিষয়টিকে খুব গুরুত্ব দেয়। 

এসব আপডেটে স্মার্টফোনের নিরাপত্তা আরও জোরদার হয়। 

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার রিসার্চ বলছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেটে শীর্ষে রয়েছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়া। এইচএমডি গ্লোবালের স্মার্টফোন নকিয়া তাদের অন্তত ৯৬ শতাংশ স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দিয়েছে। আর এসব স্মার্টফোন চলে অ্যান্ড্রয়েড পাই অপরেটিং সিস্টেমে। 

Techshohor Youtube

নকিয়ার পরেই রয়েছে দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি তাদের ৮৯ শতাংশ ডিভাইসে অ্যান্ড্রয়েড পাই আপডেট আপডেট দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তাদের ৭ শতাংশ ডিভাইসে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট দিয়েছে। 

আর সবচেয়ে কম সফটওয়্যার আপডেট দিয়েছে চীনা আরেক প্রতিষ্ঠান ভিভো। তারা মাত্র ১৮ শতাংশ স্মার্টফোনে সফটওয়্যার আপডেট এনেছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চ জানাচ্ছে, এসব স্মার্টফোন ব্র্রান্ডের পাশাপাশি শাওমি তাদের ৮৪ শতাংশ ফোনে অ্যান্ড্রয়েড পাই আপডেট পেয়েছে। আর ৯ শতাংশ ডিভাইসে রয়েছে ওরিও ৮.১ আপডেট। 

চতুর্থ অবস্থানে রয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি তাদের ৮২ শতাংশ ডিভাইসে অ্যান্ড্রয়েড পাই আপডেট দিয়েছে। ৫ শতাংশে রয়েছে ওরিও ৮.১ এবং ১০ শতাংশে ওরিও ৮ আপডেট দিয়েছে প্রতিষ্ঠানটি। 

এছাড়াও লেনোভো তাদের ৪৩ শতাংশ স্মার্টফোনে, অপ্পো ৩৫ শতাংশ স্মার্টফোনে পাই আপডেট দিয়েছে।

ইএইচ/ আগস্ট৩০/ ২০১৯/ ১৮০০

*

*

আরও পড়ুন