Techno Header Top and Before feature image

তথ্যপ্রযুক্তিতে কানাডিয়ান বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বেসিস

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবং কানাডীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর মধ্যে বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষর হয়েছে। 

অনুষ্ঠানে নিজ নিজ বাণিজ্য সংগঠনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ক্যানচ্যাম বাংলাদেশ সভাপতি মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফান্তে।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বলেন, কানাডায় বাংলাদেশের রপ্তানি গত ৫ বছরে ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আশা করছি ২০২১ সালের মধ্যে কানাডা থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৩ বিলিয়ন ডলারে দাড়াবে। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথ্যপ্রযুক্তি খাত। আশা করি, ক্যানচ্যাম বাংলাদেশের সাথে এ চুক্তি কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে। 

বেসিস সভাপতি আলমাস কবীর বলেন, ২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার লক্ষ্যে সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করছে বেসিস। বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয়ের ৬০ ভাগ আসে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে। আমরা কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চাই।

তিনি জানান, চুক্তির ফলে ক্যানচ্যাম বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে বেসিস। আগামী সেপ্টেম্বরে কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরাম এবং বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ এ অংশ নেবে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল।

ক্যানচ্যাম বাংলাদেশের সভাপতি মাসুদুর রহমান বলেন, কানাডার অনেক বিনিয়োগকারী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি, কানাডায় তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। টেকনোলজি অ্যাসোসিয়েশন অব কানাডা (আইটিএসি), ক্যানচ্যাম বাংলাদেশ, বেসিস যৌথভাবে কাজ করবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসাথে কাজ করবো আমরা।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিস এবং ক্যানচ্যাম বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ/ আগস্ট ২৯/ ২০১৯/ ২০৩০

*

*

আরও পড়ুন