vivo Y16 Project

যৌন হয়রানির অভিযোগ : নারী গেইম ডেভেলপারদের

Metoo-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করেছেন কয়েকজন নারী গেইম ডেভেলপার।

সোমবার ব্লগপোস্টে, সহকর্মীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেন এক নারী গেইম ডেভেলপার। তার অভিযোগের পরই আরও কয়েক জন নারী ডেভেলপার হয়রানির কথা প্রকাশ্যে এনেছেন। ইতোমধ্যে অনেকেই একে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া মিটু আন্দোলনের সঙ্গে তুলনা করছেন।

গণমাধ্যম সমালচক আনিতা স্যারকেসিয়ানের মতে, গেইমিং ইন্ডাস্ট্রিতেও মিটু আন্দোলন শুরু হয়েছে। এতোদিন গেইম ভক্তরা যে সব বিদ্বেষমূলক কথা বলেছে তার তথ্য প্রমাণ ভালোভালেই রাখা হয়েছে। কিন্তু ডেভেলপারদের বিষাক্ত, নিগ্রহমূলক ও আক্রমণাত্মক আচরণের কথা ফিসফিস করে শুধু কাছের বন্ধুদেরকেই বলা হতো।

Techshohor Youtube

অনেক নারী গেইম ডেভেলপার জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিং বাড়ানোর ইভেন্টগুলোতে তাদের জরিয়ে ধরা হয়েছে। কেউ কেউ আবার কর্মক্ষেত্রে সুবিধা দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে হোটেল রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

এছাড়া, সিনিয়র সহকর্মীদের বিরুদ্ধে হয়রানি ও মানসিকভাবে চাপে রাখার অভিযোগ এনেছেন নারী গেইম ডেভেলপাররা।

গত বছর অনেক নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির কথা প্রকাশ্যে আনেন। নারী নির্যাতন ও যৌন নির্যাতনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে টুইটারে শুরু হয় হ্যাশট্যাগ মিটু আন্দোলন।

আরও পড়ুন

#মিটুর আগেই প্রযুক্তি খাতে ২৪৪ অভিযোগ

যৌন হয়রানি : ৬ নারী উদ্যোক্তার বয়ান

বিবিসি অবলম্বনে এজেড/ আগস্ট ২৯/১১৪৭

*

*

আরও পড়ুন

vivo Y16 Project