ICT top Header

ভিভো নেক্স ৩ হবে ফাইভজি ফোন

Vivo-nex-3-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ভিভোর অফিশিয়াল পেইজে দেখা মিলেছে নেক্স৩ ফোনের।

ফোনটির ডিসপ্লের কোনগুলো কিছুটা বাঁকানো। ভিভো একে বলছে ওয়াটারফল ডিসপ্লে। ফোনটির বডি টু স্ক্রিনের রেশিও ৯৯ দশমিক ৬ শতাংশ।

এতে থাকবে ডুয়েল পপ আপ ক্যামেরা। পেছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটির ঘোষণা আসবে আগামী মাসে।

এতে হেডফোন জ্যাক ও ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। ফাইভজি নেটওয়ার্কও সাপোর্ট করবে ফোনটি। এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। ফাইভজির জন্য থাকবে স্ন্যাপড্রাগন এক্স৫০ মডেম।

গত বছরের ডিসেম্বরে আসে ভিভো নেক্স ২। নচবিহীন ফুল ভিউ ডিসপ্লে ফোনটিতেও ছিলো তিনটি ক‍্যামেরা।

গিজমোচায়না অবলম্বনে এজেড/আগস্ট ২৭/২০১৯/১৬২০

*

*

আরও পড়ুন