Techno Header Top

সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক দেখাবে 'ক্লিকবাইট'

clickbit-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশি ক্লিক পড়বে এমন কনটেন্ট আপলোড করতে এখন সবাই মরিয়া।

ক্লিকের পরিমাণ বাড়াতে কী কী পথ বেছে নেওয়া হয় তা দেখানো হবে ক্লিকবাইট নামের একটি সিরিজে। ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে সিরিজটি দেখা যাবে।

নেটফ্লিক্সের অরিজিনাল ড্রামা সিরিজটি হবে আট পর্বের। এতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ এটি মুক্তি পাবে তা জানা যায়নি। অস্ট্রেলিয়ান সিরিজটির শুটিং হবে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া শহরে।

ক্লিকবাইটকে বলা হচ্ছে চরিত্রভিত্তিক থ্রিলার। সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে আমাদের ভয়ংকর ও অনিয়ন্ত্রিত মনোবৃত্তি উসকে যায় তাই এখানে দেখানো হবে। সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিরিজটিতে বাস্তব ও অনলাইন সত্তার পার্থক্যও এখানে দেখা যাবে।

৩৬ মিলিয়ন ডলার বাজেটের সিরিজটি প্রযোজনা করবেন টনি আইরেস ও ক্রিশচিয়ান হোয়াইট।

এনগ্যাজেট অবলম্বনে এজেড/ আগস্ট ২৫/২০১৯/১১৪০

*

*

আরও পড়ুন