Techno Header Top and Before feature image

৭ ডলারে সাবস্ক্রাইব করা যাবে ডিজনি প্লাসে

Disney-techshohor1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর তিন মাস পরেই ডিজনি প্লাস ভিডিও স্ট্রিমিং সেবা চালু করবে ডিজনি।

ক্যালিফোর্নিয়ার ডি২৩ এক্সপোতে ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করার খরচ ও কনটেন্ট সম্পর্কে জানিয়েছে ডিজনি।

ডিজনি প্লাসের কনটেন্ট দেখতে প্রতি মাসে ৭ ডলার সাবস্ক্রিপশন ফিতে সাতটি ইউজার প্রোফাইল ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটির কনটেন্টগুলো ৪কে রেজুলেশনে চারটি ডিভাইসে দেখা যাবে। তবে এর জন্য মাসে খরচ করতে হবে ১৬ ডলার। দুটি ডিভাইসে কনটেন্ট দেখতে চাইল খরচ পড়বে ১৩ ডলার।

প্রথম থেকেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ৫০০ সিনেমা ও সাড়ে সাত হাজার টিভি অনুষ্ঠানের পর্ব দেখার সুযোগ মিলবে। এছাড়াও, দ্য ম্যান্ডালরিয়ান, দ্য সিম্পসনস, ক্যাপ্টেইন মার্ভেল দেখা যাবে এখানে।

ডিজনি প্লাস মোবাইল অ্যাপটি অফলাইন ডাউনলোডও সাপোর্ট করবে। তাই অগণিত অনুষ্ঠান ও সিনেমা ডাউনলোড করা যাবে।

ডিজনি প্লাস চালু হবে ১২ নভেম্বর। স্ট্রিমিং সার্ভিসটি নেটফ্লিক্স ও চালু হওয়ার অপেক্ষায় থাকা অ্যাপল টিভি প্লাসের সঙ্গে টেক্কা দেবে।

আরও পড়ুন

নভেম্বরে দেখা যাবে অ্যাপল টিভি প্লাস

নাইনটুম্যাক অবলম্বনে এজেড/আগস্ট ২৫/২০১৯/১৪১৫

*

*

আরও পড়ুন