Techno Header Top and Before feature image

বিয়ে করলেন ইউটিউবার পিউডিপাই

skynews-pewdiepie-marzi-bisognin-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন বিখ্যাত ইউটিউবার পিউডিপাই। পশ্চিম লন্ডনে সোমবার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের কাজ সারেন তিনি।

মারজিয়া বিজনিয়ানের সঙ্গে টানা আট বছর প্রেম করেছেন ২৯ বছর বয়সী  পিউডিপাই। টুইটারে এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আমরা এখন বিবাহিত। যতটা খুশি হওয়া যায়, আমি ঠিক ততটাই খুশি। আমি ভাগ্যবান যে অসাধারণ এই নারীর সঙ্গে জীবন কাটাতে পারছি।

ইউটিউবে পিউডিপাই নামে পরিচিত হলেও তার আসল নাম ফেলিক্স জেলবার্গ। ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১০ কোটির বেশি। ইউটিউবারদের মধ্যে তার আয় সবচেয়ে বেশি। প্রতি মাসে তার আয় ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।

তার স্ত্রী মারজিয়াও পেশায় ইউটিউবার ছিলেন। ফ্যাশন, গেইম বই ও মেকআপ নিয়ে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১৪ সালে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইতালিয়ান চ্যানেল ছিলো তার। তবে ২০১৮ সালে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটলে নিজের ইউটিউব চ্যানেল মারজিয়া থেকে বিদায় নেন তিনি।

হিন্দুস্তানটাইমস অবলম্বনে এজেড/ আগস্ট ২১/২০১৯/১৬১৫

*

*

আরও পড়ুন