Header Top

২০এক্স জুম প্রযুক্তিসহ আসছে রেনো ২

Reno-techshohor1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রেনো সিরিজের নতুন ফোন আনছে অপো। শার্ক ফিন সেলফি ক্যামেরার ফোনটির নাম হবে রেনো ২।

অপো ইন্ডিয়া টুইটারে পেইজে ফোনটির একটি টিজার ছবি প্রকাশিত হয়েছে। সেখানে জানা যায়, কোয়াড ক্যামেরার ফোনটিতে থাকবে ২০ এক্স জুম সুবিধা। কিভাবে ২০এক্স জুম করা সম্ভব হবে তা জানায়নি অপো। এ প্রযুক্তিকে বলা হচ্ছে হাইব্রিড জুম সল্যুশন।

ফোনটির ভিডিও সক্ষমতা কেমন তা বোঝাতে ইউটিউবে একটি ভিডিও ছাড়া হয়েছে। কম আলোতে ভিডিও ধারণের জন্য থাকবে আল্ট্রা স্টিডি ভিডিও, আল্ট্রা ক্লিয়ার মোড ও আল্ট্রা ডার্ক মোড ফিচার।

রেনো সিরিজের প্রথম দুটি স্মার্টফোন হলো রেনো ও রেনো ১০এক্স জুম। এবারও রেনো ২ সিরিজের আওতায় একাধিক ফোন আনবে অপো। এর মধ্যে একটি সংস্করণে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকতে পারে। ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের দিল্লিতে ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে রেনো ২ সিরিজের ঘোষণা আসবে। এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

অপ্পো রেনো এলো দেশে

গিজচায়না অবলম্বনে এজেড/ আগস্ট ১৭/২০১৯/১৪৪৪

*

*

আরও পড়ুন