অ্যাকাউন্ট বাড়লেও কমছে মোবাইলে লেনদেন

mobile-banking-techshohor-1

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করা কার্যকর গ্রাহক সংখ্যা কী এক মার প্যাচের মধ্যে পড়ে খানিকটা কমে গিয়েছিল। তখন উল্টো লেনদেনের পরিমাণ বাড়ছিল।

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের ধাক্কা সামলে পরের দু’মাসে আবারও ঘুরে দাঁড়িয়েছে মোবাইল ফাইনান্সিয়াল খাতটি, অন্তত ব্যবহারকারীর সংখ্যা তাই বলছে। মে-জুন সময়ে কিছুটা করে গ্রাহকদেরকে ফিরিয়ে আনতে পেরেছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

জুন মাসের শেষে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৫৮ হাজার। একই সময়ে দেখে গেছে, অন্তত একবার হলেও নিজের মোবাইল ফোনের মাধ্যমে এ সেবা নিয়েছেন এমন গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ২০ লাখ ৫৪ হাজার।

Techshohor Youtube

সংশ্লিষ্টরা জানান, মে ও জুন মিলিয়ে ঈদের কেনাকাটার সময়ে বিকাশ ও রকেটসহ আরও কিছু এমএফএস অপারেটর বেশ বড় রকমের ছাড় দেয়। এ কারণে আগের চেয়ে এ মাধ্যম ব্যবহার করা গ্রাহক কিছুটা হলেও ফিরে আসে।

তবে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও জুন মাসে মোট লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় অনেক কম।

mobile-banking-techshohor

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি জুন মাস পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের হিসাব প্রকাশ করে। এতে দেখা গেছে, জুনে মোট লেনদেন হয়েছে ৩১ হাজার ৭০৮ কোটি টাকা, যা আগের ছয় মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিন্ম। ওই মাসে লেনদেনের পরিমাণ মে মাসের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ কম।

মজার ব্যবহার হলো, সর্বশেষ হিসাবে দেখা গেছে জুনে ব্যবহারকারী বাড়লেও আগের মাসগুলোর তুলনায় লেনদেন কমছে। অথচ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ব্যবহারকারী কমতে থাকলেও ওই সময় প্রতি মাসেই লেনদেন বাড়ছিল।

জেডএ/আরআর/১২ আগস্ট/২০১৯/১২.০৫

*

*

আরও পড়ুন