লাইট সংস্করণ আনল পাবজি

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছুটা কম র‍্যামের স্মার্টফোনের জন্য লাইট সংস্করণ এনেছে পাবজি। 

গেইমটির তুমুল জনপ্রিয়তার কারণে তাতে বিভিন্ন সময় বিভিন্ন ফিচার আপডেট এনেছে পাবজি। এবার সেই ধারাবাহিকতায় লাইট সংস্করণে আনা হলো। 

তবে নির্দিষ্ট  কিছু অঞ্চলে এই সংস্করণ ছাড়ছে নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। 

Techshohor Youtube

নতুন এই লাইট সংস্করণটি দুই জিবির কম র‍্যামের ফোনেও খুব ভালোভাবে খেলা যাবে বলে দাবি করছে টেনসেন্ট। 

দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলো, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লাইট সংস্করণ পাওয়া যাবে। 

এর বাইরেও কিছু অঞ্চলে লাইট সংস্করণটি পাওয়া যাবে। সেগুলো খুব শিগগির আসবে বলে জানিয়েছে টেনসেন্ট। লাইট আপডেটটির সাইজ ৪৯০  মেগাবাইট। 

পাবজি গেইমটি মুক্তি পায় ২০১৭ সালের ২৩ মার্চ। সার্ভাইভাল ঘরানার গেইমটিতে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয় গেইমারকে। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।

ইএইচ/ আগস্ট ১০/২০১৯/ ১০০০

*

*

আরও পড়ুন