ডেভেলপারের প্রতারণায় প্রথম মামলা ফেইসবুকের

facebook-techshohor
ফেইসবুকের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দুই অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা করেছে ফেইসবুক।

মঙ্গলবার এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, ফেইসবুক অ্যাডে ভুয়া ক্লিক বাড়াতে অ্যাপগুলো ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ইন্সটল করেছে।

অ্যাপগুলোর নির্মাতা প্রতিষ্ঠান হলো হংকংভিত্তিক লায়নমোবি ও সিঙ্গাপুরভিত্তিক জেডিমোবি। ছদ্মবেশী অ্যাপগুলো তৈরি করে তারা প্রচার করে- এগুলো দিয়ে ফোনের স্টোরেজ খালি করা, ব্যাটারি লাইফ দীর্ঘ করা, নোট লেখা ও ভাইরাস স্ক্যানিংয়ের কাজ করা যাবে।

Techshohor Youtube

ব্লগ পোস্টে আরও বলা হয়, ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত অ্যাপের বিজ্ঞাপন চালানো হচ্ছে ফেইসবুকে। এটা ফেইসবুকের নীতিমালার লঙ্ঘন। এই ধরণের কোনো ঘটনায় মামলা করার নজির এটাই প্রথম।

ফেইসবুক থেকে সরানো হলেও গুগল প্লে স্টোরে রয়ে গেছে অ্যাপগুলো। ইতোমধ্যে কয়েক লাখবার ডাউনলোডও করা হয়েছে।

তবে ফেইসবুক অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই কিছু ব্যবহারকারী রিভিউ সেকশনে অ্যাপগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন। গুগল প্লে স্টোরে এক ব্যবহারকারী লেখেন, ম্যালওয়্যার। ব্যবহার বন্ধ রাখলেও ডেক্সটপে আপনাকে বিজ্ঞাপন দেখাবে।

কিছু ব্যবহারকারী অভিযোগ করেন, অ্যাপ সম্পর্কিত তাদের নেগেটিভ রিভিউ কমেন্ট সেকশন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।

অন্য এক ব্যবহারকারী লেখেন, অ্যাপটির কাজ স্টোরেজ খালি করা। হচ্ছে উল্টোটা। অ্যাপটির কারণে ফোনের গতি কমে গেছে।

এনগ্যাজেট ও দ্য ভার্জ অবলম্বনে এজেড/ আগস্ট ০৭/২০১৯/১১৪৫

আরও পড়ুন –

ফেইসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

অ্যামাজন পণ্যের ভুয়া রিভিউ ঠেকাতে ব্যর্থ ফেইসবুক

*

*

আরও পড়ুন