ইপসনের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন থেকে ইপসনের পণ্য বাজারে বিক্রি করবে স্মার্ট টেকনোলজিস।

আগে থেকে দেশে ইপসনের পণ্য বিক্রি করে কম্পিউটার সোর্স।

সোমবার রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি  ও মাল্টিপ্ল্যান সেন্টারে ইপসনের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের পথচলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

Techshohor Youtube

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, ইপসন বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, ইপসন বিজনেস হেড (স্মার্ট) রাসেল আহমেদ।

এসময় মাল্টিপ্ল্যান সেন্টার এবং বিসিএস কম্পিউটার সিটির শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে দেশব্যাপী আরও ২০টি মার্কেটে ইপসন লঞ্চিং অনুষ্ঠান করেছে স্মার্ট টেকনোলজিস।

ইএইচ/ আগস্ট ০৬/২০১৯/১৯০০

*

*

আরও পড়ুন