জাপানে পরীক্ষামূলকভাবে উড়লো ফ্লাইং কার

Japan Flying Car

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডামি ফ্লাইং কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে জাপানিজ ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদনকারী এনএফসি কর্পোরেশন।

ফ্লাইং কারটিকে বলা হচ্ছে ‘কার অব ফিউচার’। তবে এটি দেখতে কারের মতো নয়, বিশাল আকারের ড্রোনের মতো। এক মিনিট ধরে শূন্যে ভাসার সময় ৩ মিটার উঁচুতে পৌঁছেছিল এটি। তবে ব্যাটারি চালিত ফ্লাইং কারটির ভেতরে কোনো যাত্রী বা চালক ছিলেন না।

কারিগরি সমস্যা ছাড়া এটি উড়তে পারলেও ব্যাটারি লাইফ, নিরাপত্তা ও নীতিমালা তৈরির কাজ বাকি আছে।

Techshohor Youtube

জাপানিজ সরকার ২০২৩ সালে বাণিজ্যিকভাবে সেবা দেবে ফ্লাইং কারটি। প্রথমে শুধু পণ্য আনা নেওয়ার কাজ করবে উড়োযানটি। এরপর ২০৩০ সাল থেকে যাত্রী বহন করবে ফ্লাইং কারটি। টোকিওর চীবা নামের এক এলাকায় এ পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ফ্লাইং কারটি দেখাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানায় এনএফসি।

এটি উৎপাদন করার দায়িত্ব পেয়েছে কার্টইনভেন্টর নামের এক প্রতিষ্ঠান। ২০২৬ সাল থেকে ফ্লাইং কারটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।

রয়েটার্স অবলম্বনে এজেড/ আগস্ট ০৬/২০১৯/১৭

*

*

আরও পড়ুন