Techno Header Top and Before feature image

ভিডিও গেইমের উপর দোষ চাপালেন ট্রাম্প

mass-shoooting-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক্সাস ও ওহাইও রাজ্যে গোলাগুলিতে ৩১ জন নিহত হাওয়ার ঘটনায় ভিডিও গেইমের উপর দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সহিংস গেইমের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে বন্দুক চালিয়ে গণহত্যার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার অন্যতম কারণ ভিডিও গেইম। পথভ্রষ্ট হওয়া তরুণরা এমন সংস্কৃতির মধ্যে আবদ্ধ থাকছে যেখানে সহিংসতাকে উদযাপন করা হয়। এই প্রবণতা এখনই রুখতে হবে।

তবে ট্রাম্পের সঙ্গে একমত হননি ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের মতে, পৃথিবীর সব দেশেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আছেন। সব দেশেই ভিডিও গেইম খেলা হয়। বন্দুকের কারণেই শুধু পার্থক্য তৈরি হয়েছে।

গত শনিবার সকালে টেক্সাসে ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হন। এ ঘটনায় প্যাটট্রিক ক্রুসিয়াস (২১) নামের এক তরুণকে আটক করে পুলিশ। হিস্পানিক জাতিগোষ্ঠীর উপর ক্ষোভ ছিলো তার।
এই হামলার ঠিক ১৩ ঘণ্টা পর ওহাইও রাজ্যের ডেটনে গোলাগুলিতে ৯ জন
নিহত হন।
ধারণা করা হচ্ছে, হামলাকারী কনোর বেটস (২৪) মানসিকভাবে অসুস্থ ছিলো। হাই স্কুল থেকেই সে ‘কিল লিস্ট’ নিয়ে ঘুরত। এ কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন তার তৎকালীন সহপাঠীরা।
সিএনএন, ন্যাশনাল পাবলিক রেডিও ও দ্য নেক্সট ওয়েব অবলম্বনে এজেড/ আগস্ট ০৬/২০১৯/১২৫

*

*

আরও পড়ুন