Techno Header Top and Before feature image

ছবিতে ফাঁস গ্যালাক্সি বুক এস

Laptop-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন মডেলের গ্যালাক্সি বুক এস ল্যাপটপ আনতে যাচ্ছে স্যামসাং।

প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসে বিশেষ খ্যাতি অর্জনকারী ইভান ব্লাস টুইটারে ল্যাপটপটির ছবি প্রকাশ করেন। রেন্ডার ছবি অনুযায়ী, ইউএসবি পোর্ট ও হেডফোন জ্যাক আছে ল্যাপটপটিতে।

ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজ ১০, প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫ ও ৮ জিবি র‍্যাম। ছবিতে কোনো এস পেন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ল্যাটপটিতে টাচ স্ক্রিন নেই।

এখন পর্যন্ত গ্যালাক্সি বুক এস উন্মোচনের তারিখ জানা যায়নি। তবে আগামী সপ্তাহে গ্যালাক্সি নোট ১০ উন্মোচন অনুষ্ঠানে ল্যাপটপটির ঘোষণা আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

গত বছর অক্টোবরে ১ হাজার ডলার দামে বাজারে এসেছিলো গ্যালাক্সি বুক ২। ল্যাপটপটিতে টুইনওয়ান সুবিধা ছিলো। অর্থাৎ চাইলে ল্যাপটপটির ডিসপ্লে ও কিবোর্ড আলাদা করার সুযোগ ছিলো। তবে এই সুবিধা থাকবে না নতুন গ্যালাক্সি বুক এসে। ল্যাপটপটিতে থাকবে প্রচলিত ক্ল্যামশেল ডিজাইন।

টেক রাডার অবলম্বনে এজেড/ আগস্ট ০৪/২০১৯/১৩২৫

*

*

আরও পড়ুন