![]() |
টেক শহর কনটেন্ট ক কাউন্সিলর : বিভিন্ন এলাকায় জরিপের নামে মানুষের বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিচ্ছে কিছু প্রতারক চক্র।
এসব আঙুলের ছাপ নিয়ে প্রতারকরা নানান অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকার কোন এলাকাতেই জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। যদি কেউ এটি করে থাকে তবে না দিতে সতর্ক করেছে বিভাগ।
বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সবাইকে এসএমএস করে বিষয়টিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
ওই এসএমএস বার্তায় বিভাগ জানিয়েছে, ‘কোন কোন এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক্স যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। জরিপের নামে সরকার আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদেরকে আঙুলের ছাপ দেবেন না।’
এর আগে সরকার ২০১৬ সালে দেশে প্রথমবারের মতো বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম নিবন্ধন শুরু করে অপারেটররা। যা এখনো চলমান।
ইএইচ/ আগস্ট ০৩/ ২০১৯/ ২০০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি