Samsung IM Campaign_Oct’20

প্রোপাগান্ডা ছড়ানো সৌদি ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ

Facebook-techshohor
ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট বেশ কিছু ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেসব অ্যাকাউন্ট থেকে সৌদি কর্তৃপক্ষ প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ ছিল ফেইসবুকের কাছে। 

ফেইসবুক দাবি করছে, বন্ধ করা ওই অ্যাকাউন্টগুলো থেকে সৌদি সরকারের হয়ে বিভিন্ন ব্যক্তি অপপ্রচার বা প্রোপাগান্ডা চালাচ্ছিল। 

সামাজিক মাধ্যমটি সেই অভিযোগে ৩৫০ অ্যাকাউন্ট এবং আরও বেশকিছু পেইজ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।  

আরবি ভাষায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোকে লক্ষ্য করে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছিল সেসব অ্যাকাউন্ট ও পেইজ থেকে। 

চলতি সপ্তাহে ফেইসবুক এবং ইনস্টাগ্রামে সমন্বিতভাবে এমন ব্যবস্থা নিয়েছে বলে জানায় সামাজিক মাধ্যমটি। 

তবে বিষয়গুলো নিয়ে সৌদি আরবের কোন সরকারি কর্মকর্তা বা মুখপাত্র মন্তব্য করেনি। 

সৌদি আরব থেকে অ্যাকাউন্ট ও পেইজগুলো এমনভাবে তৈরি ও পরিচালনা করা হচ্ছিল, যাতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর অ্যাকাউন্ট বা স্থানীয় গণমাধ্যমের মতো মনে হয়।

এমনিতেই বেশকিছু দিন থেকে মাধ্যমটিতে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ব্যর্থ হচ্ছে ফেইসবুক। ফলে সমালোচনায় পড়তে হয়েছে। 

জায়ান্টটি বলছে, সংযুক্ত আরব আমিরাত ও মিসর তৈরি বেশ কিছু পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। যেগুলো ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার হচ্ছিল। 

ইএইচ/ আগস্ট ০২/ ২০১৯/ ১৪০০

*

*

আরও পড়ুন