![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে চীনা ব্র্যান্ড অপোর পাঁচ বছর পূর্তি এবং ঈদ-উল-আযহা উপলক্ষ্যে স্মার্টফোন কেনায় অফার ঘোষণা করেছে অপো।
নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে বালি ভ্রমণ, লাখপতি হবার সুযোগ।
এছাড়াও অপো এ৫এস, এ৭, এফ১১ সিরিজ এবং অপো রেনোর সঙ্গে শতভাগ মূল্যছাড় ও উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
লটারিতে বালি ভ্রমণ এবং লাখপতি ছাড়াও নিশ্চিতভাবে তাৎক্ষণিক শতভাগ মূল্যছাড়, ওয়্যারলেস হেডফোন, সেলফি স্টিক, গিফট বক্স এবং ইন্টারনেট বান্ডেল অফার পাবেন ক্রেতারা।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, দেশে অপোর পাঁচ বছর পূর্তি গর্বের ও আনন্দের। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আনন্দ ছড়িয়ে দিতে এমন আয়োজন।
অফারটি ১৫ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে।
ইএইচ/ আগস্ট ০১/ ২০১৯/ ১৯৩০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি