Techno Header Top and Before feature image

প্লে স্টোরে প্রিমিয়াম সেবা আনছে গুগল

primium-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্লে স্টোরের আয় বাড়াতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু করছে গুগল। সাবস্ক্রিপশন সেবাটির নাম দেওয়া হয়েছে প্লে পাস।

মাসে মাসে এই সেবা পেতে খরচ করত হবে ৪ দশমিক ৯৯ ডলার (৪১৯ টাকা)। এর সঙ্গে থাকবে ১০ দিনের ফ্রি ট্রায়াল অফার। এই সেবার আওতায় ডাউনলোড ফি, ইন অ্যাপ পার্চেস ও বিজ্ঞাপন বিহীন অ্যাপ ব্যবহার করা যাবে। পাজল গেইম, মিউজিক ও ফিটনেস অ্যাপে এই প্রিমিয়াম সেবা দেবে গুগল।

সেবাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। তাই পুরোদমে সেবাটি চালু হওয়ার আগে সাবস্ক্রিপশন ফিতে পরিবর্তন আসতে পারে। কবে নাগাদ সেবাটি চালু হতে পারে তা এখনো জানা যায়নি।

এর আগে মার্চে গেইম সাবস্ক্রিপশন সেবা অ্যাপল আর্কেড চালুর ঘোষণা দেয় অ্যাপল।  এ সেবার আওতায় শতাধিক গেইম খেলা যাবে যেগুলোতে কোনো বিজ্ঞাপন ও ইন অ্যাপ পার্চেসের ঝামেলা থাকবে না। এ বছরই সেবাটি চালু করবে অ্যাপল।

দ্য নেক্সট ওয়েব অবলম্বনে এজেড/ আগস্ট ১/২০১৯/১৪১৪

*

*

আরও পড়ুন